ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৬ সদস্যকে আটক করা হয়েছে।র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ক্যাম্প-১৮ এর মূল ব্লক-ই এর এম-১৮ সাব ব্লকে রোহিঙ্গা আবুল ফয়েজের দোকানের সামনে অস্ত্র-গুলিসহ আরসার সক্রিয় সদস্যরা অবস্থান করছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে র্যাব ও এপিবিএনের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।এ সময় উপস্থিতি টের পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ৬ জনই মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে জানা যায়।
আটকরা হলেন- মোহাম্মদ আরব (২৪), মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ইউনুছ (৩০), হারুন (২৮), হাফিজুল আমিন (২৫), মো. মীর কাশিম ও মীর হোসেন (২২)।র্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।