ডেস্ক রিপোর্ট: বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগরে আসনভিত্তিক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।শেখ পরশ বলেন, বিএনপি-জামায়াত পদযাত্রার নামে নৈরাজ্য ও প্রতিহিংসামূলক রাজনীতিতে অবতীর্ণ হয়েছে। তারা যখনই মাঠে নামে তখনই মানুষকে জিম্মি করে অপরাজনীতি করার চেষ্টা করে। এদেশের জনগণই বিএনপির প্রধান প্রতিপক্ষ।তিনি বলেন, মানুষ যখন দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে ঠিক তখনই বিএনপি-জামায়াত বিভিন্ন স্থানে অস্ত্রের মহড়া দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে চাচ্ছে।যুবলীগের এই নেতা বলেন, জনগণের নিরাপত্তা ও তাদের পাশে থাকাই এখন আমাদের কাজ। বিএনপি-জামায়াত যেন মানুষকে আর ভিকটিম বানাতে না পারে।শেখ পরশ বলেন, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে এদেশের খেটে খাওয়া মানুষের পাশে থাকব। বিএনপি-জামায়াতের সব মিথ্যাচার ও অপরাজনীতির বিরুদ্ধে সজাগ ও স্বোচ্চার থাকতে হবে।করোনা মহামারি মোকাবিলা করে আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি বলেও জানান যুবলীগের চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশক: মনীর চৌধুরী,
newsjoybangla71@gmail.com,
jbnews1971@gmail.com
স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪ | জয় বাংলা নিউজ