
সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যায়তন স্বপ্নচাষী স্কুলে জাতীয় শিশু সংগঠন ‘‘লাভ দ্য পুওর চিলড্রেন’র উদ্যোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে ।
অদ্য ২১ ফেব্রুয়ারী সকালে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কর্মসূচির উদ্বোধন করেন ‘’লাভ দ্য পুওর চিলড্রেন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুনীর চৌধুরী। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বপ্নচাষী’র উপদেষ্টা লায়ন কামরুজ্জামান এমজেএফ।বিশেষ অতিথি ছিলেন শিল্পোদ্যোক্তা আলহাজ্ব সরোয়ার উদ্দীন সরু, লায়ন্স ক্লাব অব চিটাগং গ্রিন সিটি’র সেক্রেটারি লায়ন সালেহা পারভীন, জয় বাংলা নিউজের নির্বাহী সম্পাদক মঈন উদ্দীন আহম্মদ, দৈনিক জাতীয় অর্থনীতি ব্যুরো চীফ ইব্রাহিম বিন তাহের, ফটো সাংবাদিক গাজী গোফরান আরমান তালুকদার, মোছাম্মৎ জেসমিন আকতার প্রমুখ।
অনুষ্ঠানের উদ্ভোধক মুনীর চৌধুরী যে কোন প্রয়োজনে লাভ দ্য পুওর চিলড্রেন সব সময় পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। আগামী প্রজন্মের শিশুদের সুস্থ পরিবেশে গড়ে তুলে আলোকিত ও দক্ষ নাগরিক হিসেবে প্রতিষ্টিত করে তুলতে সমাজের সচেতন মহলকেও এগিয়ে আসার আহ্বান জানান মুনীর চৌধুরী ।
লায়ন কামরুজ্জামান বলেন, অধিকারবঞ্চিত শিশুদের কল্যানে সরকারের পাশাপাশি সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।
স্বপ্নচাষী স্কুলের শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম, শিক্ষিকা তানিয়া আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থী আখি আকতার ও শিল্পি আকতার, গজল ও কবিতা পাঠ করেন স্কুলের ক্ষুদে শিক্ষার্থী মোহাম্মদ বাদশা ও বৃষ্টি আকতার।