
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইলিয়াছ (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।নিহত ইলিয়াছ ১-ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মামুন রশিদের ছেলে।জানা গেছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার বসতঘরে মেঝেতে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পের পরিস্থিতি বর্তমানে শান্ত। পুলিশ টহল জোরদারসহ খুনের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টায় অব্যাহত রয়েছে।