(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজান মেয়রের চমক: বর্জ্য হলো সম্পদ’

নিজস্ব প্রতিবেদক: রাউজান পৌরসভার মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ এর আমন্ত্রণে পৌরসভা পরিদর্শনে জয়বাংলা নিউজ কে মেয়র পৌরবাসীর উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে দিক তুলে ধরেন।পৌরসভার ময়লা আর্বজ্যনা, বর্জ্য সংগ্রহ করে বর্জ্য গুলোকে ২ভাগে ভাগ করে পচনশীল ও অপচনশীল ২টি প্রকল্প গ্রহণ করেছে পৌরসভার মেয়র।

১/অপচনশীল বর্জ্য পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়া জাত করে তৈরি হচ্ছে দানা, টেক্সটাইল মিলের সামগ্রী ও প্লাস্টিকের পন্য তৈরির সামগ্রী।
বানিজ্যভাবে বিদেশে রপ্তানি করে বছরে হাজার কোটি টাকা আয় হবে অন্য দিকে পরিস্কার পরিচ্ছন্ন থাকবে পৌরসভা, কর্মসংস্থান সৃষ্টি হবে, পবিবেশ ও রক্ষা হবে।

২/ব্ল্যক সোলজার ফ্লাই প্রকল্প পচনশীল বর্জ্য ময়লা আর্বজনা প্রক্রিয়া জাতেের মাধ্যমে তৈরি হবে জৈব সার, হাস,মুরগী, কবুতর, ও মাছের খাবার,পরবতীতে এই পোকা থেকে রুপান্তর হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই।

আর এই ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে তৈরি হচ্ছে তৈল যাহা ফার্মাকোলজি কাজে ব্যবহারিত হয়।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব পৌরসভা গড়া হচ্ছে অন্য দিকে উৎপাদিত হচ্ছে হাস,মুরগী, কবুতর, ও মাসের খাবার, জৈব সার।
উৎপাদিত জৈব সার বিশ্বের প্রথম সারির জৈব সার হিসাবে কৃষি খাতে অবদান রাখছে, উপকৃত হচ্ছে কৃষক ও খামারীরা। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে আর্থিক ভাবে লাভবান হবে রাউজান পৌরসভা।
বাংলাদেশে এই প্রথম ময়লা আর্বজনা থেকে প্রক্রিয়া জাতের মাধ্যমে আয়বর্ধক মূলক প্রকল্পের উদ্ভাবক রাউজান পৌরসভার মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ।
জয়বাংলা নিউজ টীম এই ব্যাপারে কোন প্রশিক্ষণ ছাড়া এবং কিভাবে এই রকম আইডিয়া এল জানতে চাইলে মেয়র বলেন রাউজানের অবিভাবক এ বি এম ফজল করিম চৌধুরী এমপি মহোদয়ের দিক নির্দেশনায় রাউজান পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের পরামর্শে নিজের খরছে এই উদ্যেগ্ বাস্তবায়ন করি।


ইতি মধ্যে সারা বাংলাদেশে সকল পৌরসভার মেয়র সহ সকল জনপতিনিধিকে এই প্রকল্প দুইটি বাস্তবায়নের জন্য রাউজান পৌরসভার মেয়রের আইডিয়া শেয়ার করার জন্য সরকার সার্কুলার জারী করে।


রাউজানের পৌর মেয়রের এই আইডিয়া বাংলাদেশের সকল সিটি করপোরেশন,পৌরসভা ,উপজেলা, ইউনিয়ন  পযার্য়ে ক্রমে গ্রাম পযার্য়ে বাস্তবায়ন করা যায় তাহলে পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব দেশ গড়ে উঠবে, পরিবেশ রক্ষা হবে, আর্থিক ভাবে লাভবান হবে প্রতিষ্ঠান, উৎপাদিত হবে হাস,মুরগী, কবুতর, ও মাছের খাবার, উৎপাদিত জৈব সার, সৃষ্টি হবে কর্মসংস্থান।

প্রধানমন্ত্রী’র ঘোষিত “গ্রাম হবে শহর” এবং প্রধানমন্ত্রী’র স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।
এবং বানিজ্যভাবে বিদেশে রপ্তানি করে বছরে হাজার কোটি টাকা আয় হবে।

এই আইডিয়ার সপ্নদ্রষ্টা এ বি এম ফজল করিম চৌধুরী এমপি, উদ্যেক্তা মোহাম্মদ সালাউদ্দিন, উদ্ভাবক ও রুপকার বিভিন্ন মানবিক কাজে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনবার সম্মাননা প্রাপ্ত রাউজান পৌরসভার মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ বাংলাদেশের মানুষের হৃদয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

ইতিমধ্যে বাংলাদেশের সকল পৌরসভার মধ্যে আধুনিক, জনবান্ধন ও মডেল পৌরসভা হিসাবে রাউজান পৌরসভা স্বীকৃতি লাভ করেছে।
(,এই নিয়ে বিস্তারিত ভিডিও সহ প্রতিবেদন আসছে Joybanglanews.com, এ )

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email