ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের খুলশীতে ফিউশন ক্যাফে নামে একটি রেস্তোরাঁয় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিন কর্মচারী আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে খুলশী থানা এলাকার হলি ক্রিসেন্টের পাশের গলিতে এ ঘটনা ঘটে।আহত তিনজন হলেন রেস্টুরেন্টের কর্মচারী ২২ বছর বয়সী মুবিনূল হক, ২০ বছর বয়সী নূর হোসাইন এবং ১৭ বছর বয়সী মো. কাশেম।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার জানান, সিলিন্ডারের লিকেজ বিস্ফোরণে আহত তিনজনকে প্রথমে জরুরি বিভাগে আনা হয়। তারা বর্তমানে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।দগ্ধ তিনজনের অবস্থা আশংকা জনক উল্লেখ করে চিকিৎসকরা জানান, তিনজনেরই শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।