(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী নৌকাডুবি, ২ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাঙামাটির কাপ্তাই লেকে গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কায় টুরিস্ট বোট ডুবির ঘটনায় দুই নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জয়পুরহাটের পাঁচবিবি থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে তীর্থে যান ওই দুজন। সেখান থেকে রাঙামাটির ঝুলন্ত সেতু এলাকা দেখে নৌকায় ডিসির বাংলো এলাকার কাপ্তাই হ্রদে যাচ্ছিলেন। ওই নৌকায় আরও ৭০ জন যাত্রী ছিলেন। নৌকাটি লেকের মাঝ বরাবর যেতেই ডুবন্ত গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে রাঙামাটির জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় এখনও উদ্ধার অভিযান চলছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শওকত আকবর জানান, হাসপাতালে আনার আগেই সতিন্দ্র থান মণ্ডল ও মনিকা বর্মণের মৃত্যু হয়।

 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email