(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সোমবার ঢাকায় আসছেন হাথুরুসিংহে

ডেস্ক রিপোর্ট: দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে আগামীকাল (২০ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে।ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই শুরু হবে হাথুরুর দ্বিতীয় মেয়াদের দায়িত্ব। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১৪ জনের ঘোষিত ওয়ানডে দল ছাড়াও ২১/২২ জন ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু করবেন হাথুরু। সেই জন্যই আগেভাগেই আসছেন হাথুরু। আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।

হাথুরুসিংহে বাংলাদেশে পা রাখার আগেই ইংল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে সুযোগ পেয়েছেন তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

বাংলাদেশ দলের প্রস্তুতি প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পা রেখে পরদিন বিসিবিতে এসে প্রয়োজনীয় আলোচনা সারবেন হাথুরু। এছাড়া পুলে থাকা ২১/২২ জন ক্রিকেটারদের মধ্য থেকে আরও ১ জনকে মূল দলে সুযোগ দেয়ার সম্ভাবনা আছে। হাথুরু আগে খেলোয়াড়দের দেখবেন, এরপরই বোঝা যাবে। ’

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email