ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রাশিয়াকে অবশ্যই পরাজিত করতে হবে। কিন্তু রুশদের ধ্বংস করা যাবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমন কথা বলেছেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট জানান, তিনি ইউক্রেনে এমন একটি রুশ পরাজয় চান না যাতে দেশটি ধ্বংস হয়ে যায়।
ফরাসি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ম্যাক্রোঁ বলেন, ‘কিয়েভের জন্য পশ্চিমা দেশগুলোর সামরিক সমর্থন বাড়ানো হোক।’ তিনি আরও বলেন, তিনি দীর্ঘস্থায়ী রুশ-ইউক্রেন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাই রাশিয়া ইউক্রেনে পরাজিত হোক। আমি চাই ইউক্রেন তার সার্বভৌম অবস্থান রক্ষা করতে সক্ষম হোক।’ তবে তিনি তাদের বিরুদ্ধে যারা এ চলমান যুদ্ধকে রুশ ভূখণ্ড পর্যন্ত নিয়ে যেতে চায়। এছাড়া যারা রাশিয়ান জাতিকে বিধ্বস্ত করতে চায়।
বিশ্ব নেতারা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জড়ো হওয়ার পর এমন মন্তব্য করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এ মিউনিখ সম্মেলনে কিয়েভকে দ্রুত বিপুল অস্ত্র সরবরাহ করা এবং মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জোর দেওয়া হয়।লে জার্নাল ডু দিমাঞ্চে পত্রিকাকে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি না যে কিছু লোকের মতো আমাদেরকে রাশিয়ার সম্পূর্ণ পরাজয়ের ওপর জোর দেওয়া উচিৎ এবং রুশ ভূখণ্ডে হামলা করা দরকার।’
তিনি বলেন, এমন মনোভাব নিয়ে চলা ব্যক্তিরা রাশিয়াকে ধ্বংস করতে চায়। এটা কখনই ফ্রান্সের অবস্থান ছিল না এবং এটা কখনই আমাদের অবস্থান হবে না।শুক্রবার মিউনিখ সম্মেলনের ভাষণে ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন যে এখন মস্কোর সঙ্গে সংলাপের সময় নয়।এ সময় তিনি জানান, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনাই চূড়ান্ত সমাধান। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘মিত্রদের সমর্থনে ইউক্রেনের সামরিক প্রচেষ্টা এমন হওয়া উচিৎ যাতে করে রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যায়। এটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়।
সূত্র : বিবিসি