(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

যশোরে শ্রমিক লীগের সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

ডেস্ক রিপোর্ট:কাউন্সিলর নির্ধারণ না করে অবৈধভাবে জাতীয় শ্রমিক লীগের যশোর জেলা শাখার সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে তা বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।এর আগে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে বিভিন্ন উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে জেলা শ্রমিক লীগ।এ সময় বক্তারা বলেন, বলা হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি জেলা শ্রমিক লীগের সম্মেলন। কিন্তু এই সম্মেলনের জন্য কাউন্সিলরের তালিকা তৈরি করা হয়নি। জেলা শ্রমিক লীগের বিবাদমান দ্বন্দ্বের কারণে প্রতিটি উপজেলায় শ্রমিক লীগের একাধিক কমিটি রয়েছে।

যশোর জেলাতেও সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজন। এমন পরিস্থিতিতে গঠনতন্ত্রবিরোধী এই সম্মেলন দলকে গতিশীল করার পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা সম্মেলনের বিরোধী নয়। তবে অবশ্যই গঠনতন্ত্র মেনে সম্মেলন হতে হবে। এজন্য আগামী ২৫ ফেব্রুয়ারির সম্মেলন বাতিল করে দ্বন্দ্ব নিরসন করে শন্তিপূর্ণ ও উৎসবমূখর সম্মেলন আয়োজনের দাবি জানাচ্ছি।মতবিনিময় সভা শেষে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এর আগে সম্মেলন বন্ধের দাবিতে গত শুক্রবার শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন দলীয় নেতাকর্মীরা।মতবিনিময় সভায় বক্তব্য দেন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মহসিন কবীর, সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, প্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীন, শ্রমিক লীগের ঝিকরগাছা পৌর শাখার আহবায়ক আব্দুল মালেক গাজী, যুগ্ম আহবায়ক কুরবান আলী, বেনাপোল পৌর শাখার যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, চৌগাছা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, জেলা ইজিবাইক শ্রমিক লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, শ্রমিকনেতা জাকির হোসেন লিটন, রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি তাহের সরদার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢালাই শ্রমিক লীগের সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email