(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

১৬ তলা থেকে পড়ে পুতিন ঘনিষ্ট নারী কর্মকর্তার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এক নারী কর্মকর্তার মৃত্যু নিয়ে তৈরী হয়েছে রহস্য। এই নারী কর্মকর্তার নাম মারিনা ইয়ানকিনা এবং বয়স হয়েছিল ৫৮ বছর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অর্থ জোগানের মূল দায়িত্বে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। মন্ত্রনালয়ের ওয়েস্টার্ন মিলিটারি ডিসট্রিক্ট-এর ফাইন্যান্স ডিরেক্টর ছিলেন তিনি।

বুধবার সেন্ট পিটার্সবার্গের একটি বহুতলের নীচে পড়ে থাকতে দেখা যায় তার মৃতদেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১৬ তলার জানলা থেকে পড়ে যান মারিনা। বেশ কিছু মিডিয়া রিপোর্টে একে ‘আত্মহত্যা’ বলা হয়েছে। তবে নিছকই পড়ে যাওয়া, আত্মঘাতী হওয়া, নাকি ‘খুন’, তা নিয়ে রহস্য ঘনিয়েছে। তদন্তকারীরা এখনও মারিনার মৃত্যু নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছননি।

বুধবার ভোরে সেন্ট পিটার্সবার্গের কালিনিনস্কি এলাকায় একটি বহুতলের পাশে ফুটপাতে পড়ে থাকতে দেখা যায় মারিনার দেহ। এক পথচারী প্রথম দেখতে পান। অ্যাপার্টমেন্টটি মারিনার নয়, তার স্বামীর। মনে করা হচ্ছে ১৬তলার জানলা থেকে পড়ে যান তিনি। ফুটপাতের যেখানে মারিনার দেহ পড়ে থাকতে দেখা যায়, তার ঠিক উপর বরাবরই ওই জানলাটি। মরিনার বেশ কিছু ব্যক্তিগত জিনিস ও নথিপত্র মিলেছে ১৬ তলার ব্যালকনিতে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email