(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

সরকারি হাসপাতালে বিকালে ডাক্তার দেখানো যাবে ৩০০ টাকায়

ডেস্ক রিপোর্ট: সরকারি হাসপাতালে অফিস টাইমের পর, ৩০০ টাকার টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেয়া যাবে। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিলবে এই সেবা। অস্ত্রোপচার ও পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও থাকবে। চিকিৎসকরা বলছেন, এটি মহানগর ও জেলা পর্যায়ে সম্ভব হলেও, উপজেলা পর্যায়ে চ্যালেঞ্জিং।দেশের সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা মূলত সেবা দিয়ে থাকেন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত। সাধারণ রোগীরা চাইলেও এরপরে সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পান না। এই সমস্য সমাধানে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মার্চ থেকে বিশেষজ্ঞরা চেম্বার করবেন সরকারি হাসপাতালে।

এ জন্য ইনস্টিটিউশনাল প্র্যাকটিস পরিচালনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যার নাম অফিস সময় পরবর্তী বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা নীতিমালা-২০২৩।

নীতিমালা প্রণয়ন কমিটির একজন সদস্য স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। তিনি বলছেন, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সবাই ৩০০ টাকার বিনিময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। টিকিট কেনার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে দুইবার পরামর্শ নিতে পারবেন। তবে টিকিট কেনার পর ৩০ দিন পার হলে, আবার নির্ধারিত ফি দিয়ে টিকিট নিতে হবে। নীতিমালায় আরো সংযোজন বিয়োজন আসবে বলেও জানান তিনি।সরকারিতে চেম্বার করার বিষয়টিকে চিকিৎসকরা ইতিবাচকভাবে দেখছেন। তবে উপজেলা পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জিং বলে মনে করছেন তারা।চিকিৎসকরা বলছেন, দক্ষ জনবল বাড়ানোর মাধ্যমে অফিস সময় পরবর্তী বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করা সম্ভব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email