(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে রাঙ্গুনিয়ায় ব্যাংকারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম- কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কাজী জুনায়েদ হোসেন রিফাত (২৫) উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া কাজী বাড়ি এলাকার কাজী নুরুল কবির পুতুল সওদাগরের ছেলে। তিনি উপজেলার ওয়ান ব্যাংক চন্দ্রঘোনা শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সে ব্যাংকে যোগদানের দুই মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিফাত বন্ধুদের সাথে সিএনজি অটোরিকশায় করে বেড়াতে যাচ্ছিল। উপজেলার ইকোপার্ক এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে নগরীর পার্কভিউ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে রিফাত বড় ছেলে ছিলেন।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিল্কী বলেন, চালক ট্রাক নিয়ে পালিয়েছে। এটি শনাক্তের চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email