(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ইউক্রেনে ৩০ হাজার রুশ ওয়াগনার যোদ্ধা হতাহত: যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার সেনাদের পাশাপাশি ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপের ৩০ হাজারের বেশি যোদ্ধা হতাহতের শিকার হয়েছেন। এর মধ্য বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপের ৯ হাজার যোদ্ধা নিহত হয়েছেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ ৯ হাজার জনের প্রায় অর্ধেক নিহত হন। আর ডিসেম্বরে নিহত সেনাদের প্রায় ৯০ শতাংশ রাশিয়ানকে কারাগার থেকে নিয়োগ করা হয়েছিল।

জন কিরবি আরও বলেন, দলটি নিজেদের সদস্যসংখ্যা বাড়ানোর জন্য অপরাধীদের ওপর অনেক বেশি নির্ভর করেছে। এটি কমে আশার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে ওয়াগনার নেতা ইয়েভজেনি প্রিগোজিন গত সপ্তাহে দাবি করেন, কারাগার থেকে তারা আর যোদ্ধা নিয়োগ করবেন না। জন কিরবি বলেন, কারাগার থেকে বের করেই তাদের কোনো প্রশিক্ষণ, অস্ত্র ও সাংগঠনিক কমান্ড ছাড়াই নির্দয়ভাবে যুদ্ধের ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে। এ কারণে তারা হতাহতের শিকার হচ্ছেন।

ওয়াগনার যোদ্ধারা হতাহত হওয়ার কথা জন কিরবি বললেও ওই গ্রুপের যোদ্ধারা ইউক্রেনের বাখমুত শহর প্রায় দখল করে ফেলেছেন। এ যুদ্ধে তারা অনেকটাই এগিয়ে। শহরটির চারপাশে ঘিরে ছড়িয়ে আছেন ওয়াগনার যোদ্ধারা। আর বাখমুত দখল করা হয়ে গেলে ইউক্রেনের ক্রামতোর্স্ক ও স্লোভিয়ানস্কের মতো বড় শহরগুলোর দিকে অগ্রসর হতে রাশিয়ার সুবিধা হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দেখা করবেন। ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তার জন্য ওয়ারশকে ধন্যবাদ জানাবেন বাইডেন। বাইডেন এমন এক সময় পূর্ব ইউরোপ সফর করছেন, যখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক বছর পূর্তি হতে যাচ্ছে।

সোনালীনিউজ/এআর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email