চট্টগ্রাম পর্ব শেষে ফের ঢাকায় ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সোমবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
পয়েন্ট টেবিলে দুদলই অবস্থান করছে তলানীতে। জয় দিয়ে বিপিএল শুরু করেছিল রংপুর রাইডার্স। তবে পরের ম্যাচেই ধাক্কা খায় সোহানের দল। এরপর জয়ে ফিরলেও ছিল না তার ধারাবাহিকতা।
পয়েন্ট টেবিলে ওদের অবস্থান পাঁচ নম্বরে। প্লে অফ রেসে জায়গা করতে হলে ছন্দে ফেরার বিকল্প নেই। তাই ক্রিকেটাররা অনুশীলনও করেছে বেশ সিরিয়াসভাবে।
ঢাকা পর্বে ঘুরে দাঁড়ানোর আগে রংপুরের জন্য স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কাপ্তান নুরুল হাসান সোহান। চট্টগ্রাম পর্বে তার অবর্তমানে দলের হাল ধরেছিলেন অভিজ্ঞ শোয়েব মালিক।
এদিকে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অবস্থাও সংকটে। ঘরের মাঠে গিয়েও ভাগ্য ফেরাতে পারেনি ওরা। ঢাকায় ভালো কিছু করতে পারবে তারই বা নিশ্চয়তা কি? ভরসার প্রতীক উসমান খান। আফিফ-রাসুলিও হতে পারেন ফ্যাক্টর। তবে ফিরতে হবে অফ ফর্মের গেরো থেকে।
ছয় ম্যাচ খেলে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর ৫ ম্যাচ খেলে সমান জয় নিয়ে তাদের ওপরেই রংপুর।
রংপুর রাইডার্স
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, শেখ মেহেদী, শামিম হোসেন, হাসান মাহমুদ, রাকিবুল হাসান,পারভেজ ইমন,শোয়েব মালিক, মোহাম্মদ নেওয়াজ, হারি রউফ ও আজমতউল্লাহ ওমরজাঈ।