(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আন্দামান-নিকোবরের ২১ বেনামী দ্বীপের নামকরণ করলেন মোদি

ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বেনামী দ্বীপের নামকরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির ২১ জন বীরের নামে দ্বীপগুলোর নামকরণ করা হয়। সোমবার (২৩ জানুয়ারি) পরাক্রম দিবসে পরম বীরচক্র পদক প্রদান অনুষ্ঠানে মোদি নামগুলো ঘোষণা করেন।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, মোদি অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্মানে নির্মাণ হতে যাওয়া জাতীয় স্মৃতিসৌধেরও মডেল উন্মোচন করেন। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়।

 

আন্দামান-নিকোবর দ্বীপে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন।

এর আগে, ২০২১ সালে ভারত সরকার ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করে। স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রনায়ক নেতাজির জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস ঘোষণা করা হয়। ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করা বাঙালি এই বীর ভারতের স্বাধীনতা অর্জনে অবিস্মরণীয় অবদান রাখেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email