(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

তিন আরোহীকে পিষে মেরে মোটরসাইকেল হিঁচড়ে নিল ১০০ মিটার দূরে

ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

 

রোববার (২২ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির আগুন নিয়ন্ত্রণে এনে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় জনতার হাতে আটক বাসটির সুপারভাইজারকে উদ্ধার করে পুলিশ।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের বাকী সেকের ছেলে মাইনুদ্দিন সেক (২৫), তার মেয়ে তাবাসসুম ইনসানা (৮) ও অপরজন মাইনুদ্দিন সেকের নিকট আত্মীয় সৌরভ মাতুব্বর (২০)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম জানান, ভাঙ্গা থেকে মোটরসাইকেলে মাইনুদ্দিন সেক তার কন্যা ও আত্মীয়কে নিয়ে গ্রামের বাড়ি নগরকান্দায় যাচ্ছিলেন। মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছলে ঢাকাগামী স্টার এক্সপ্রেস পরিবহনের বাসটি মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিয়ে ১০০ মিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যায়।

আগুন দিয়ে বাস জ্বালিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা।
পরে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাস ও বাসের নিচে থাকা মোটরসাইকেলটি পুড়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম আরও জানান, লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email