(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টানা দুই জয়ে সুপার সিক্স নিশ্চিত হয়ে গেছে আগেই। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

বুধবার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। অর্থাৎ প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছে দিশা বিশ্বাসের দল। এক ম্যাচ হাতে রেখেই সুপার সিক্স পর্ব নিশ্চিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেকটাই নির্ভার হয়ে খেলতে নামবে লাল-সবুজের দল। ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে নামছে ইয়াং টাইগ্রেসরা। রেয়া শিখার জায়গায় দলে ঢুকেছেন আশরাফী আর্থি।

টুর্নামেন্টে এখনও কোনো জয় পায়নি যুক্তরাষ্ট্র। প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের তলানিতে তারা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ সংস্করণে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে পরের রাউন্ডে। ১২ দলকে দুই গ্রুপে ভাগ করে, রাউন্ড রবিন পদ্ধতিতে হবে খেলা। সেখান থেকে শীর্ষ দুই দল করে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের লড়াই।

 

প্রসঙ্গত, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল দিশারা। অস্ট্রেলিয়াকে শুরুতে ১৩০ রানে আটকে ফেলে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ৪২ বলে ৪০ রান করে ম্যাচসেরা হন দিলারা আক্তার।

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ১০ রানে জিতে বাংলাদেশ। স্বর্ণা আক্তার, দিলারা ও আফিয়াদের ব্যাটিং তাণ্ডবে শুরুতে ব্যাট করে ১৬৫ রান করে বাঘিনীরা। স্বর্ণা দেড়শর বেশি স্ট্রাইকরেটে ৫০, আফিয়া ৫৩ ও দিলারা ৩৬ রান করেন। শ্রীলঙ্কা জবাব দিতে নেমে ১৫৫ রান করতে সক্ষম হয়।

বাংলাদেশ একাদশ

আফিয়া প্রত্যাশা, দিলারা আক্তার, মিষ্টি সাহা, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস (ক্যাপ্টেন), মারুফা আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা ও আশরাফী আর্থি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email