বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ীভাবে এক হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেবে সংস্থাটি। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ওয়েম্যান।
পদের সংখ্যা: ১,৩৮৫টি
আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে প্রার্থীর বয়সসীমা ৩২ বছর।
যেসব জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন
পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া এতিম ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা রেলওয়ে পোষ্য কোটার জন্য আবেদন করতে পারেন।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। চলবে ২ মার্চ ২০২৩ সাল পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত।
বেতন ও সুযোগ সুবিধা: ৮৫০০-২০৫৭০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।