(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

মারিওপলে ঊর্ধ্বতন রুশ নৌ সেনার মৃত্যু

ক্যাপ্টেন আন্দ্রেই প্যালি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের মারিওপলে এক সংঘাতে রুশ নৌবাহিনীর কৃষ্ণসাগর ফ্লিটের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন আন্দ্রেই প্যালি নিহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে রাশিয়ার নাখিমোভে অবস্থিত নৌবাহিনী কলেজ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

মারিওপলে তীব্র সংঘাতের কথা উল্লেখ করে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয় যে, মারিওপলে তীব্র সংঘাত হয়েছে। বন্দরনগরীটিতে রাশিয়ান সেনারা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় রুশ নৌবাহিনীর এক ঊর্ধ্বতন সেনার মৃত্যু হয়েছে।

রুশ আগ্রাসনের কারণে ইউক্রেনে এখন পর্যন্ত ৯০২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১ হাজার ৪৫৯ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

রোববার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।

এক বিবৃতিতে ওএইচসিএইচআর জানায়, বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে কামান ও রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। নিহত ৯০২ জনের মধ্যে ১৭৯ জন পুরুষ, ১৬৪ জন নারী, ১১ জন মেয়ে এবং ২৫ জন ছেলে, সেই সঙ্গে ৩৯ জন শিশু এবং ৫১৪ জন প্রাপ্তবয়স্ক, যাদের লিঙ্গ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সংস্থাটি বলছে, দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে ২৪৮ জন বেসামরিক লোক মারা গেছে।

জাতিসংঘ অফিসের তথ্য অনুযায়ী, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফদের ফেসবুক পেজে পোস্ট করা একটি হালনাগাদে কর্মকর্তারা বলেন, ২৫ দিনের লড়াইয়ে রাশিয়ার ১৪ হাজার ৭০০ সেনা নিহত হয়েছে।

দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, সংঘাতে রুশ বাহিনীর বিপুল পরিমাণে সমরাস্ত্র ধ্বংস হয়েছে। যার মধ্যে রয়েছে ৪৭৬টি ট্যাঙ্ক, ২০০ এর বেশি যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন। এছাড়া প্রায় এক হাজার ৪৮৭টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

তবে বিবিসির পক্ষ থেকে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে পশ্চিমা সূত্রের ধারণা রাশিয়ার উল্লেখযোগ্য সেনা হতাহত হয়েছে। এছাড়া প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, রাশিয়ার অন্তত ৭ হাজার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ২১ হাজারের বেশি সেনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email