(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ইউক্রেন ইস্যুতে মোদিকে কঠোর অবস্হান নিতে বললেন জাপানের প্রধানমন্ত্রী

ফুমিও কিশিদা ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্হান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে শনিবার নয়াদিল্লিতে দুই নেতার বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে রুশ আগ্রাসনের নিন্দা জানানো হয়নি বলে আলজাজিরার এক খবরে জানানো হয়েছে।

কোয়াডের সদস্য হয়েও অন্য তিন দেশ- জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো ভারত রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি। জাতিসংঘের রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে ভোট দেয়নি। বরং শুধু সহিংসতা থামানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে।

যৌথ সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বিস্তৃত আলাপ হয়েছে। রুশ আগ্রাসন আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিতে আঘাত হেনেছে। দৃঢ়ভাবে এর মোকাবিলা করতে হবে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমরা একমত হয়েছি যে, বল প্রয়োগের মাধ্যমে কোনো অঞ্চলেই স্হিতিবস্হার পরিবর্তন মানা হবে না। আন্তর্জাতিক আইন মেনে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধান করতে হবে।

তবে নরেন্দ্র মোদি তার বক্তব্যে সরাসরি ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ করেননি। বরং যৌথ বিবৃতিতে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। কোনো দেশের নাম উল্লেখ না করেই তিনি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার আহ্বান জানান।

ভারতে আগামী পাঁচ বছরে জাপানের ৪২ বিলিয়ন মার্কিন ডলার (৩ লাখ ৫৭ হাজার কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email