
ইউক্রেন ইস্যুতে চীন ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীন তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধিতা করে আসছি। রবিবার (২০ মার্চ) সিএনএনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান হলো—শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করা। সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা এবং সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং স্হায়ীভাবে আঞ্চলিক নিরাপত্তা গড়ে তোলা। শুধু এভাবেই ইউরোপে দীর্ঘ মেয়াদে স্হিতিশীলতা অর্জন করা যেতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাইরের ভয়ভীতি, চাপ কিংবা কোনো ভিত্তিহীন অভিযোগ মেনে নেবে না চীন। আমরা সব সময় শান্তির পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে। চীনের অবস্হান বস্ত্তনিষ্ঠ এবং স্বচ্ছ। সময় বলে দেবে যে, আমরা ইউক্রেন ইসু্যতে ইতিহাসের সঠিক পক্ষে ছিলাম।
প্রসঙ্গত, গত শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বস্ত্তগত সহযোগিতা দিলে বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে বলে শি জিনপিংকে সতর্ক করেন বাইডেন।
এদিকে, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। তার মতে, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরো সম্প্র্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।