ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (২০ মার্চ) এই ভাষণ দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির পার্লামেন্টেও ভাষণ দিয়েছেন জেলেনস্কি। এই তালিকায় সর্বশেষ সংযোজন হল ইসরায়েল।
ভাষণে জেলেনস্কি বলেন, আমরা বাঁচতে চাই, কিন্তু আমাদের প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়।
ইসরায়েলের অতীতের সঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির তুলনা করেছেন জেলেনস্কি। তিনি আরও বলেন, আমরা আছি, আমরা আপস করার জন্য প্রস্তুত।